গুমের দুই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানাগুলো আইজিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ১২টি দফতরে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেলের গুম সংক্রান্ত দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দুই মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় ৫টি করে অভিযোগ। এর মধ্যে টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে অনেকে বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তারা আর সরকারি পদে কর্মরত বলে গণ্য হবেন না।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ