December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 16th, 2025, 9:45 pm

হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক মামলায় রায় ঘোষণা করেছে।

তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।”

মুহাম্মদ ইউনূস আরও জানিয়েছেন, অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা ও এই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার ইতোমধ্যেই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে—জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের সমাপ্তি, জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।

এনএনবাংলা/