হালুয়াঘাট (ময়মনসিংহ প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঐতিহাসিক এবং ফ্যসিবাদের বিরুদ্ধে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর জন্য এই রায় উচিত শিক্ষা। শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার ।
তিনি আজ (১৭ নভেম্বর) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে পথ সভায় বক্তব্য রাখছিলেন।
এর আগে তিনি গোয়াতলা বাজারে গণ সংযোগ ও তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া – হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে এক নির্বাচনী প্রচার মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।
পথসভায় প্রিন্স বলেন, গণতন্ত্র হত্যা করে জনগণের মালিকানা কেড়ে নিয়ে জীবন-জীবিকা বিপন্ন ও নির্মম নিষ্ঠুর দমন নিপীড়ন, গুম, হত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ গণশত্রুতে পরিনত হয়েছিল। গণ হত্যাকারী গণশত্রুদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তাদের কোনো ক্ষমা নাই। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল। গণঅভ্যুত্থানে তার পতনের পর সেই বন্ধ পথ খুলে গেছে ।
তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। গণঅভ্যুত্থানের আকাঙ্খা ধারণ করে ইতিবাচক রাজনীতির লক্ষ্যে নিজেদের মন মানসিকতার পরিবর্তনে প্রস্তুত হতে হবে। নির্বাচনে বিজয়ী হলেই হবে না, বিজয়ের পর রাষ্ট্রের ও জনগণের ভাগ্য পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগের মতো লোভ লালসা নয়, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে। এ জন্য প্রতি ইউনিয়ণে একটি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।খাল খনন করে সেচের ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম , সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইডলাম টোটন, সদস্য সচিব আনসার আলী তুলা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
দুবলার চর: পাঁচ মাসের ভাসমান জনপদে জীবনের লড়াই, অর্থনীতি ও আশার আলো
রংপুরের তেজপাতা চাষ করে স্বাবলম্বি
হাসিনার মৃত্যুদণ্ড রায়ে খুলনায় উৎসব ও উত্তেজনা