December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 27th, 2024, 5:12 pm

হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের যখন ট্যাগ দিয়ে অত্যাচার, জেলে পাঠিয়েছিলো তখন কোথায় ছিলো এই দোসররা। এই সুবিধাবাদীরা চৌদ্দ, আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও সেফটি, টেন্ডার বাজি, চাঁদাবাজি করার জন্য তারা খুনি হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘‘রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা’’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম আরো বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে। সেখানে নাহিদ, আসিফ ও হাসনাতও উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির দোসররা যদি ছাত্রদের মহা বিপ্লবের বিরোধিতা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।