January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:27 pm

‘হায়দার’-এ মামুনের নায়িকা চমক

অনলাইন ডেস্ক :

হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী হাসান ফেরদৌস মামুন। সেই মামুন এখন অনার্স শেষ বর্ষে পড়ছেন। কিছুদিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে রুবেল আনুষের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মামুন অভিনয় করেছিলেন অভিনেত্রী সিমলার সঙ্গে। একই পরিচালকের ওয়েব ছবি ‘হায়দার’-এ এবার নামভূমিকায় অভিনয় করছেন মামুন। তাঁর সঙ্গে রয়েছেন ‘মহানগর’খ্যাত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সংবাদমাধ্যমকে মামুন বলেন, ‘হায়দার চলচ্চিত্রের গল্প আমাকে নিয়েই। আমিই হায়দার। চমক আপু আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হবে। একসময় ঘর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপর ক্ষণে ক্ষণে বিপদ সামনে এসে দাঁড়ায় আমাদের। ভয়ঙ্কর সে বিপদের পরিণতি পর্দায় দেখা যাবে। ‘মামুন আরো বলেন, ‘আমার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার দাদা। পর্দায় তিনিই আগে আসবেন। এরপর ফ্ল্যাশব্যাকে পুরো সময়জুড়ে আমাকে দেখা যাবে। ‘চমকের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই অভিনয় করেছি। চমক আপুও খুব সাপোর্টিভ। কাজটা বেশ ভালোভাবেই হয়েছে। ‘হায়দার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি লিখেছেন রুবেল আনুশ। মামুন, আশীষ খন্দকার চমক ছাড়াও আরো আছেন লুৎফর রহমান জর্জ, সেতু, ইকবাল। শিগগিরই একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ছবিটি।