January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 8:11 pm

হিজাব পরে ইতিহাস গড়লেন নারী ফুটবলার

অনলাইন ডেস্ক :

নারীদের বিশ্বকাপে শুধু অংশ নিয়েই অন্যরকম ইতিহাস গড়েছেন মরক্কোর নাওহেইলা বেনজিনা। বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম নারী খেলোয়াড় হিসেবে হিজাব পরে খেলার নজির সৃষ্টি করেছেন। রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল মরক্কো। ২০১৪ সালে ধর্মীয় কারণে হিজাব পরে খেলার প্রথম অনুমতি দেয় ফিফা। আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এর ওপর নিষেধাজ্ঞা ছিল। ২৫ বছর বয়সী ডিফেন্ডার বেনজিনা মরক্কোতেই ক্লাব ফুটবল খেলেন। রোববার অ্যাডিলেডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ইতিহাসে নাম লেখান তিনি। অবশ্য বেনজিনা বিশ্বকাপের আগেই সোশ্যাল মিডিয়ায় হিজাব পরার বিষয়ে জানিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে মিডিয়ায় এ বিষয়ে কোনো কথা বলেননি।

সম্প্রতি আল জাজিরাকে বলেছিলেন এমন মুহূর্ত তার জন্য হবে গর্বের, ‘বিগত কয়েক বছর অনেক কাজ হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এখন সেসবের ইতিবাচক ফল মিলছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলার আশা রাখি এবং মরক্কানদের সম্মানিত করতে চাই।’ সাম্প্রতিক সময়ে অন্যান্য খেলাধুলাতেও হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যার মধ্যে রয়েছে বাস্কেটবল। তবে ফ্রান্সে এখনও অফিশিয়াল ফুটবলে এর ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

মরক্কোর এই দলটির কোচ আবার ফরাসি রেইনাল্ড পেড্রোস। তার অধীনে প্রথম নারী বিশ্বকাপ খেলছে মরক্কো। যারা গত বছরে নারীদের আফ্রিকা কাপ অব নেশন্সে রানার্স আপ হয়ে ইতিহাস গড়েছে। এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে শুরুটা ভুলে যেতে চাইবে তারা। জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে ৬-০ গোলে। ওই ম্যাচে বেঞ্চে জায়গা হয়েছিল বেনজিনার। তবে রোববারের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে অবিশ্বাস্য জয়ের নজির গড়েছে তারা। মরক্কোর হয়ে বিশ্বকাপে প্রথম গোলটি করেছেন ইবতিসাম জ্রাইদি। দুই দলের শক্তির পার্থক্য বলে দেয় র‌্যাঙ্কিং। নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে কোরিয়ার অবস্থান ১৭, মরক্কো ৭২।