August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 7:41 pm

হিপুরে তিস্তা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ ২ দিন পর উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২ দিন (৪০ ঘন্টা) পর নীরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় তিস্তা ব্রিজের পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকায় তার লাশ ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) বিকেলে ৭ বন্ধু মহিপুরে তিস্তা ব্রিজে ঘুরতে আসে । ঘুরাঘুরির সময় বিকেল সাড়ে ৫টার দিকে নীরব রায় উৎস ও তার ২ বন্ধু তিস্তা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। নদী থেকে ২ বন্ধু উঠে আসলেও উৎস উঠে না আসায় তাকে খোঁজা খুঁজি লোকজন করতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তিস্তায় নিখোঁজ উৎসকে উদ্ধারে শনিবার ও রোববার অভিযান চালায় কিন্তু তার কোনা খোঁজ পায়না। সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার লাশ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত নীরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। সে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছিলো। সোমবার সকালে মহিপুর তিস্তা ব্রিজের পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে লাশ ভেসে ওঠে। পরে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।