May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 4:46 pm

হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার অভিযোগে কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আবু তাহের সাগর (বামে), তৌকির আহাম্মেদ (ডানে)

অনলাইন ডেস্ক:
নিষিদ্ধঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বর্তমানে তাঁরা মডেল থানার হাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

আটককৃত শিক্ষার্থীরা হলেন ২০১৭-২০১৮ বর্ষের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আবু তাহের সাগর এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদ।

জানা যায়, অভিযুক্ত দুইজনকে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে সন্ধ্যা ৯টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়। সেখানে পুলিশ প্রশাসন বাদী মামলা দায়ের করে। এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) একাধিকবার মুঠোফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি। এদিন একই অভিযোগে আরো এক শিক্ষার্থীকে আটক করে র‍্যাব। পরে তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি।
এরপর তাকে থানায় হস্তান্তর করা হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম জানান, হিযবুত তাহেরীরের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আনা হয়েছিল। পরে কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের পর অপর দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তারা দুজনে এখন কারাগারে আছেন।