দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী সকালের দিকে তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। একপর্যায়ে দুপুরের দিকে তিনি দুটি মর্টার শেল উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামপুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ পরিত্যক্ত মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে।
মর্টারশেল দুটির ওজন ২৪ কেজি বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল