অনলাইন ডেস্ক :
ছয়দিন বন্ধ থাকার পর আজ রবিবার (২৫ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে। সকাল ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ১৯-২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে এ কয়দিন বন্দর দিয়ে আমদানিকৃত কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করেনি। আজ ২৫ জুলাই সকাল ১১টা থেকে যথারীতি বন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০