দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে পড়ে থাকা বিভিন্ন সময়ে আটককৃত বিভিন্ন সংস্থার জমাকৃত পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ পদ্ধতি অনুসরণ করে হিলির জালালপুর শ্মশানের পাশে মাটি খুঁড়ে সেখানে এসব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।
যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা।
এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপন্দ্রেনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি