September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 12:58 pm

হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এলেন মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার দুপুরে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আসেন তিনি।

বেলা ১১টার দিকে তাকে হুইলচেয়ারে করে কেন্দ্রে প্রবেশ করেন তার এক সহযোগী।

এর আগে সকাল সাড়ে সাতটায় ৮টি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ।

 

এনএনবাংলা/