অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী হুমা কোরেশি পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘ ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। এ খবর অনেকেরই জানা। এবার জানা গেলো, সম্প্রতি এই সম্পর্কের ইতি টেনেছেন হুমা-মুদাসসার। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন-‘হুমা-মুদাসসার সম্পর্কের ইতি টেনেছেন। তারা দুজনেই যথেষ্ট ম্যাচিউর। সুতরাং তারা এটা বুঝতে সক্ষম যে, জীবনে এমন ঘটনা ঘটে।’ প্রেমিক জুটির মাঝে মন-মালিন্য বা ঝগড়া-বিবাদ হয়ে থাকে, ধারণা করা হয়েছিল, হুমা-মুদাসসারেরও তেমনটাই ঘটেছে। কিন্তু তেমনটা নয় বলে দাবি সূত্রটির। তার ভাষায়-‘আগের সম্পর্কে ফিরে যাওয়ার সম্ভাবনা এ জুটির খুবই কম।’ তবে কী কারণে এ সম্পর্ক ভেঙে গেছে তা জানা যায়নি। সম্পর্ক ভেঙে গেলেও তারা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখবেন। তারা একসঙ্গে সিনেমাও প্রযোজনা করবেন বলে জানিয়েছে সূত্রটি। হুমা কোরেশির পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এর রচয়িতা মুদাসসার আজিজ। এ সিনেমার গানও লিখেছেন তিনি। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন নির্মাতারা।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’