অনলাইন ডেস্ক :
জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমার পাশাপাশি রাজনীতি নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে এসেছিলেন এই নায়িকা। এই সময় ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। যদিও সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে একাই রয়েছেন এই নায়িকা। সময় পেলে কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নিজের দেশে হলে অভিনেতা হৃতিক রোশান। আর বিদেশে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।’ বিয়ে নিয়ে প্রায় সব সাক্ষাৎকারেই প্রশ্ন করা হয় এই অভিনেত্রী-সাংসদকে। তিনি জানান, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। আপাতত রাজনীতি ও অভিনয় নিয়েই থাকতে চান তিনি। মিমির ভাষায়, ‘বিয়ে তো লুকিয়ে করব না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।’ মধুচন্দ্রিমা প্রসঙ্গে এই অভিনেত্রীর বক্তব্য, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে তো বিয়ে করি!’ মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এসওএস কলকাতা’। গত বছর অক্টোবরে মুক্তি পায় এটি। এই অভিনেত্রীরে ‘খেলা যখন’ ও ‘সিঁদুর খেলা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম