অনলাইন ডেস্ক :
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে সেরা ছন্দে ছিলেন সিলেট স্ট্রাইকার্সে তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। অসাধারণ ব্যাটিংয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন হৃদয়। পুরো আসরের অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান এই তরণ ব্যাটার। আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে ডাক পান তৌহিদ হৃদয়। তবে হৃদয়ের জাতীয় দলে ডাক পাওয়ায় অবাক হন অনেকে। তবে শুধুমাত্র বিপিএলের ব্যাটিং দেখে তাকে জাতীয় দলে নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তৌহিদ হৃদয়ের জাতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘ এই ছেলে (হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফরম্যান্সই খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফরম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।’ তিনি আরও বলেন, ‘প্রথম শ্রেণি বা অন্য জায়গায় সে ডিফারেন্ট ব্যাটিং করত। আমরা সবকিছু নিয়েই চিন্তুা করেছি, শুধু বিপিএল না। বিপিএল সামনে থাকলেও হৃদয়ের শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সব মিলিয়েই তাকে নিয়ে আলোচনা হয়।’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি