December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 20th, 2021, 3:39 pm

হেফাজতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

হেফজাতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হিসেবে মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির শুরা কমিটির বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার রাতে শুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ শুরুর আগে মাদরাসার মাইকে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এই ঘোষণা করেন। মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন। সম্পর্কে তিনি সদ্য প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী।