অনলাইন ডেস্ক :
নেইমার তো আগে থেকেই নেই, গতরাতের ম্যাচে করোনার কারণে ছিল না ডি মারিয়াও। করোনার থেকে সুস্থ হলেও পিএসজির হয়ে মাঠে নামেননি মেসি। এই তিন বড় তারকাকে ছাড়া লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষেও জিততে পারেনি পিএসজি। লিঁওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রথমে পিছিয়ে পরা পিএসজি ম্যাচের শেষ মুহূর্তের গোল করে হার থেকে বাঁচে। ম্যাচের সপ্তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় অলিম্পিক লিঁও। এই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। তবে ৭৬ মিনিটের মাথায় থিও খেরার গোল করে সমতায় ফেরান পিএসজিকে। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। যা দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকেও ১১ পয়েন্ট বেশি। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে লিঁও আছে ১১ নম্বর স্থানে।
আরও পড়ুন
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
নারী ফুটবলারদের পাশে দাঁড়ান, তাঁরা নিজেরাই জেতেন না, জেতান দেশকে
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন