October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 5:14 pm

হোমনায় মাজার ভাংচুর বাড়িঘর অগ্নি সংযোগের ঘটনায় পুলিশের মামলা

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

নবীজিকে (সঃ) নিয়ে কটুক্তির ঘটনায় গ্রেফতারের পরূিন কুমিল্লার হোমনায় ঘটে সহিংসতা। এই ঘটনার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত কাল বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলা আসাদপুর গ্রামে মহসিনের দাদা কফিল শাহ মাজার ও তার পরিবারের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এসময় ওই এলাকার কালি শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহ মাজারেও হামলার ঘটনা ঘটে। ওি সব মাজার ও ঘরে থাকা দানবাক্স আসবাবপত্র, নগদ অর্থ লুট হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশে হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাক টাকা পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার পক্ষে তেকে কোনো মামলা না হওয়ায় নিজ উদ্যোগে এজাহার দায়ের করেছেন হোমনা থানা পুলিশ। মামলায় ভাঙচুর অগ্নিসংযোগ, চুরি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।  এর আগে গত বুধবার হোমনা উপজেলার আসাদপুর ফকির বাড়ির মহসিন নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজিকে সঃ নিয়ে কটুক্তি করেন। পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় হোমনা থানায় আরেকটি মামলা হয়। ঘটনার পর পুলিশ সেনা ও প্রশাসনের কর্মকর্তারা এলাকায় টহল জোরদার করেন। বর্তমানে হোমনার পরিস্থিতি শাস্ত রয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মাইকে জনসাধারণকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। মাজারগুলোতে এখন পুলিশ ও সেনা টহল জোরদার রয়েছে। বৃহস্পতিবার উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইদুল হক ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা তাইজুল ইসলাম প্রশাসনের আহবানে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনগনকে আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্ত থাকার আহবান জানান।  একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সতর্ক থাকতে বলেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,  এঘটনায় মামলা হয়েছে।  বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবং প্রতিটি মাজার এলাকায় টহল জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার কোনো সহযোগিতা চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, আমাদের তদন্ত কাজ চলছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন,  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ ও সেনা টহল জোরদার রয়েছে। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।##