হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার ( ২৬ নভেম্বর ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো : জহিরুল ইসলাম মবিন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ, উপজেলা জামাতের আমীর মো : আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো: রফিকুল ইসলাম
লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি প্রধান সমন্বয়কারী মো: জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।
সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নাসিরনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন
নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণের দাবি
বিকেএসপিতে ‘‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত