হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোসের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে,জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, হোসেনপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহায়তাই আমি কামনা করছি।

আরও পড়ুন
ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবর্ধনা
সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ