January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:40 pm

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় রবিবার সারাদেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে এই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গণতন্ত্রের বিকাশ এবং এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সোহরাওয়ার্দীর অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে সোহরাওয়ার্দীর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে জনকল্যাণে আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারাজীবন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশে কাজ করেছেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ এবং একজন আইনজীবী। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের ১৭ অক্টোবর পদত্যাগ না করা পর্যন্ত পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর মেদিনীপুরে একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতায় পড়াশোনা শেষ করে তিনি অক্সফোর্ডে ব্যারিস্টারি পড়তে যান। সেখানে তিনি গ্রেট ব্রিটেনের গ্রে’স ইনে আইন চর্চা করেন।

তিনি ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে মারা যান।

–ইউএনবি