অনলাইন ডেস্ক :
টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত জয়ের ধারা ধরে রাখল মনসুর স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচের সবগুলো জিতে প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে প্রথম শিরোপা জয়ের অনিবর্চনীয় স্বাদ পেল তারা। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার লিগে নিজেদের শেষ ম্যাচে ৩৫-১৫ গোলে পূর্বাচল পরিষদকে হারায় মনসুর স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে তারা ১৫-৭ গোলে এগিয়ে থেকে বসে চালকের আসনে। শিরোপা লড়াইয়ে মনসুর স্পোর্টিং ক্লাবকে চাপে রাখা ওল্ড আইডিয়ালসও শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে। ৪০-৩১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতলেও পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় তারা। ১৯৯১-৯২ মৌসুমে সবশেষ এ প্রতিযোগিতার ট্রফি জেতা ওল্ড আইডিয়ালসের অপেক্ষা আরও বাড়ল। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সোহেল রানা।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা