অনলাইন ডেস্ক :
‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল র্যাডক্লিফ জানিয়েছেন, এই সিরিজে আর ফিরতে চান না তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অভিনেতা। জে কে রাউলিং এর দুই পর্বের নাটক ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন। পরিচালনা করেছেন জন টিফানি। হ্যারি পটার সিরিজের প্রথম দুটি সিনেমার পরিচালক ক্রিস কলাম্বাস দ্য হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে কিছু দিন আগে জানিয়েছেন, রেডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টকে নিয়ে তিনি বড় পর্দায় ফুটিয়ে তুলতে চান ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ নাটকটি। ক্রিস কলাম্বাসের এই কথার প্রতিক্রিয়ায় র্যাডক্লিফ দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে সরাসরি বলে দিয়েছেন, ‘কেউ চাইলেই তো হবে না, আমারও তো ফেরার ইচ্ছে থাকতে হবে এবং উপভোগ করতে হবে। এটি এখন আমার আমার দৈনন্দিন জীবনের অংশ নয়। পটার চরিত্রটি আমার ভালো লাগে, তবে আমি এখন যেখানে আছি, ঠিক আছি। ওই চরিত্রে ফিরতে গেলে জীবনে বড় পরিবর্তন আনতে হবে।’ অভিনেতা আরও বলেন, ‘আমি এই কাজটি করতে বর্তমানে একেবারেই আগ্রহী নই।’
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!