December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 14th, 2021, 8:38 pm

‘হ্যালো ম্যাডাম’ নাটকে ফারিয়া

অনলাইন ডেস্ক :

মেঘা আনোয়ার, জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই সফল একজন নারী। খুব কম বয়সেই মেঘা হয়ে উঠেছেন তার অফিসের প্রজেক্ট ম্যানেজার। এসব কিছুর আড়ালেও মেঘার কিছু ব্যর্থতা রয়েছে। সম্পর্কের মায়া বিষয়টা তার জীবনে নেই। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বাবার সঙ্গে সম্পর্ক সপ্তাহে ঘুরতে যাওয়ার মতোই ফরমাল। আর কাজ নিয়ে ব্যস্ত মায়ের সঙ্গেও তার কথা কম হয়। মেঘার স্বামী-সংসার সুখের হলেও হতে পারত! কিন্তু পাঁচ বছরের বিবাহিত জীবন বিয়ের দুই মাস পরেই হারিয়েছে রং। দম আটকানো এই থমথমে সম্পর্কের মধ্যেই মেঘা তার অফিস পরিবর্তন করে দ্বিগুণ বেতন নিয়ে প্রমোশন পান। নতুন অফিসে জয়েন করে মেঘা শক্ত হাতে সবাইকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শুধু বাচ্চুকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। মেঘার মতো গম্ভীর প্রকৃতির মানুষের কাছে বাচ্চু অতি বিরক্তিকর চরিত্র। একটু পর পর কারণে-অকারণে হ্যালো ম্যাডাম বলে শুরু করেন যন্ত্রণাদায়ক ঘ্যানর ঘ্যানর। একপর্যায়ে মেঘার সব ধরণের সম্পর্ক ঠিক করে দেওয়ার কথা বলেন বাচ্চু। কিন্তু সত্যি কী বাচ্চু তা পারবেন? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘হ্যালো ম্যাডাম’। আহমেদ খান হীরকের গল্পে চিত্রনাট্য রচনা করেছেন ফাহমিদুর রহমান। এটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। এতে মেঘা চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। আর বাচ্চু চরিত্রে দেখা যাবে মীর সাব্বিরকে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনÑউপমা, অবাক, শিরিন আলম। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।