অনলাইন ডেস্ক :
শরিফুল রাজের সঙ্গে পরীমনির বিয়েতে দেনমোহর ধার্য হয়েছে মাত্র ১০১ টাকা। বিয়েতে উকিল বাবা হয়েছেন শরিফুল রাজ অভিনীত প্রথম ছবি ‘আইসক্রিম’-এর নির্মাতা রেদওয়ান রনি। শনিবার রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে নিকটাত্মীয় ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। গত বছরের ১৭ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন দুজন। পরীমনির মা হওয়া ও বিয়ের খবর একই সঙ্গে জানা যায় ১০ জানুয়ারি। পরীমনি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। ট বর-বধু তেমন করে সাঁজতে পারিনি। ‘বিয়ের আয়োজনে খুব বেশি লোকজন ছিলেন না। দুই পরিবার মিলে ২০-২৫ জনের মতো লোক হাজির ছিলেন। এরমধ্যে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরীসহ পরীমনির কাছের বেশ ক’জন নির্মাতা উপস্থিত হয়েছিলেন। অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে গত শনিবার। আগের বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, ছবি তুলতেই নতুন করে বিয়ে করছি; এভাবেও বলা যায়। হা হা হা।’ এর আগে পরীমনি মাত্র ৩ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন পরিচালক কামরুজ্জামান রনিকে। সে বিয়ে অল্প কদিনেই বিচ্ছেদে গড়ায়।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল