অনলাইন ডেস্ক :
৭১ বছর বয়স, এই বয়সেও ১০ কেজি ওজন কমিয়ে একেবারে ফুরফুরে হয়ে উঠলেন শাবানা আজমি। করণ জোহরের পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্যই এই দশ কেজি ওজন কমালেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় নিজের চরিত্রকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য এই ওজন কমানো বলে মন্তব্য পাঁচবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর। ছবিতে আলিয়া ভাটের দাদির ভূমিকায় দেখা যাবে শাবানাকে। তার ভাষ্য, ‘ছবিতে আমি একজন অত্যন্ত উচ্চবিত্ত ঘরের বর্ষীয়ান সদস্যা। তাই করণ জানিয়েছেন, আমাকে এই ছবিতে ভীষণ গ্ল্যামারাস এবং আকর্ষণীয় একজন মানুষ হিসেবে হাজির হতে হবে। ছবিতে আমার পোশাক ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা।’ নিজের ওজন কমানো প্রসঙ্গেও মুখ খুলেছেন শাবানা, ‘সাধারণত কোনো চরিত্রের জন্য ওজন খুব করে বাড়ানো কিংবা কমিয়ে ফেলতে আমি সেভাবে বিশ্বাসী নই। বিশেষ করে একটা বয়সের পর তো নয়ই। তবে করণের ছবির এই চরিত্রের জন্য এটি জরুরি ছিল।’ এর আগে শাবানা আজমিকে শ্যাম বেনেগারে মান্ডি ছবির জন্য দশ কেজি ওজন বাড়াতে হয়েছিল। এবার করণের জন্য কমাতে হলো ওজন।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব