Thursday, December 23rd, 2021, 12:27 pm

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক হয় ইঞ্জিনচালিত নৌযান চলাচল।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার কারণে বুধবার রাত সোয়া ১২টার পর থেকে এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বন্দর কর্মকর্তা মো শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশকিছু সংখ্যক যানবাহনকে অপেক্ষা করতে থাকে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলো আগে পারাপারের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।