Sunday, December 28th, 2025, 4:21 pm

‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যেই এই আলোচিত হত্যাকাণ্ডের অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই মামলাটির বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে, ফলে এই মুহূর্তে সব বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ ঘটনায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম বলেন, গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’-এর আওতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই অভিযানে ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা শিথিলতা দেখানো হবে না। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এনএনবাংলা/