আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ নভেম্বরের পর আর কোনো ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে ইসি জানিয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত সব আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।
এদিকে, ইসির পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতেই ঘোষণা করা হতে পারে, আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যয়বহুল মেগা প্রকল্প নয়, মানুষকেন্দ্রিক উন্নয়ন চাই: পরিবেশ উপদেষ্টা
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন
জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান