দীর্ঘ বিরতির পর আবারও মৌলিক অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। কবিতায় সুর বেঁধে তৈরি তাঁর নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’ আসছে আগামী ৩০ অক্টোবর। প্রকাশ করছে আধখানা মিউজিক।
প্রায় এক দশক পর পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন অর্ণব। নতুন এই অ্যালবামে থাকছে ৮টি গান, যার কিছু গানের কথা নেওয়া হয়েছে জীবনানন্দ দাশ, শ্রীজাত, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ দুই বাংলার বিখ্যাত কবিদের কবিতা থেকে। বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা।
সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই। ‘ভাল্লাগে না’ অ্যালবামের সব গান প্রথমে প্রকাশ পাবে অর্ণবের অফিশিয়াল স্পটিফাই চ্যানেলে, পরে প্রতিটি গান ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
অ্যালবাম প্রসঙ্গে অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসছে আমার। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছাটা অনেক দিনের। বন্ধু তৌফিক আর রাজীবের লেখা গানও আছে এতে। আশা করি শ্রোতারা ভালোবাসবেন।’
বর্তমান সময়ে অনেক শিল্পী যেখানে একক গান (সিঙ্গেল) প্রকাশে বেশি আগ্রহী, সেখানে অর্ণবের দৃষ্টি অ্যালবামের দিকেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিঙ্গেল গানে শিল্পীকে চেনা যায় না। শিল্পীর কাজ সময়কে তুলে ধরা, সেটা অ্যালবামেই সম্ভব। যেমন একটি ছবি দিয়ে প্রদর্শনী হয় না, তেমনি এক-দুটি গানেও শিল্পীর পরিচয় ফুটে ওঠে না।’
২০০৫ সালে প্রকাশিত হয় অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাই না ভাবিস’। এরপর একে একে প্রকাশ করেন ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০), ‘আধেক ঘুমে’ (২০১২), ‘খুব ডুব’ (২০১৫), ‘অন্ধ শহর’ (২০১৭) এবং ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ (২০২২)।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি, নেই ফরচুন বরিশাল
স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ
উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি