December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 8:16 pm

১০ লাখ টাকার পুরস্কার পেল মুশফিক

অনলাইন ডেস্ক :

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠের ক্রিকেটে অবদান স্বরূপ মুশফিককে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কান্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’