December 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 4:43 pm

১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

 

জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— জাতীয় পার্টি (একাংশ)-এর চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ,
জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

শীর্ষ নেতৃবৃন্দ ও হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন— আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২,
এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ঢাকা-১০, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩,
শেখ শহিদুল ইসলাম মাদারীপুর-৩, গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২, শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-২, নাসরিন জাহান রতনা বরিশাল-৬, শফিকুল ইসলাম সেন্টু ঢাকা-১৩, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩।

জাতীয় পার্টির প্রার্থী তালিকায় আরও রয়েছেন— নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮), নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), ইয়াহইয়া চৌধুরী (সিলেট-২), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (নীলফামারী-৩), পনির উদ্দিন আহম্মেদ (কুড়িগ্রাম-২), নাজমা আক্তার (ফেনী-১), সিরাজুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১২), মো. নজরুল ইসলাম (চট্টগ্রাম-৭), ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (জামালপুর-৪), তপু রায়হান (ঢাকা-১৭), ইদিসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা।

জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যে রয়েছেন—সালাহ উদ্দিন মাহমুদ, মো. রুহুল আমিন, মো. আসাদুজ্জামান, শওকত মাহমুদ, গোলাম মোর্শেদ রনি, কে এম জাহাঙ্গীর, দীপক কুমার পালিত, টি এম জহিরুল হক তুহিন, শাহ জামিল আমিরুল, মির্জা আজম, ডাক্তার মুনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে দ্বৈত প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো— ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “সারা দেশে মব সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও বরেণ্য সাংবাদিক—কেউই এর বাইরে নেই।”

তিনি আরও বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ, সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল, ময়মনসিংহে হিন্দু যুবক হত্যাসহ একের পর এক ঘটনা দেশের ভয়াবহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।”

হাওলাদার বলেন, “দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে, তা আমাদের বোধগম্য নয়।”

এনএনবাংলা/