অনলাইন ডেস্ক :
অনেক নাটকীয়তার জন্ম দিয়ে শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সী এই সুপারস্টারের দলবদল নিয়ে শুক্রবার দিনভর পুরো ফুটবলবিশ্ব দুশ্চিন্তায় ছিল। ঘণ্টায় ঘণ্টায় চিত্র বদলে গেছে। ম্যানচেস্টার সিটিতে যাওয়া প্রায় নিশ্চিত হলেও রোনালদোকে শেষ পর্যন্ত দলে নেয় তাদের চিরশত্রু ইউনাইটেড। এবার প্রিয় ক্লাবটির জার্সিতে পর্তুগিজ মহাতারকাকে দেখার অপেক্ষা। লিগে এরইমধ্যে দুই ম্যাচ খেলে ফেলা ইউনাইটেড আবার মাঠে নামছে। ওই ম্যাচে ম্যান ইউনাইটেড ভক্তরা যখন আরেকবার রোনালদোকে ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখার অপেক্ষায়, তখনই জানা গেল আরো ১৪ দিন অপেক্ষা করতে হবে। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোকে আবারও দেখা যাবে ১১ সেপ্টেম্বর। কারণ, চুক্তি হয়ে গেলেও রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা এখনো হয়নি। পাশাপাশি তার ব্যক্তিগত চুক্তির আনুষ্ঠানিকতাও এখনো শেষ হয়নি। ইউনাইটেড-উলভারহ্যাম্পটন ম্যাচের পর থেকে শুরু হবে আন্তর্জাতিক বিরতি। সেটি শেষে ইউনাইটেডের পরের ম্যাচ ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিপক্ষে। আরো সুখবর হলো, ম্যাচটা ওল্ড ট্রাফোর্ডে। তাই প্রিয় তারকাকে নিজেদের মাঠে বরণ করে নিতে পারবেন ম্যান ইউ ভক্তরা। উল্লেখ্য, জুভেন্তাসে সর্বশেষ অনুশীলন সেশনে হাতে চোট পেয়েছিলেন রোনালদো। সেটা আসলেই গুরুতর চোট নাকি জুভেন্তাসের হয়ে রোনালদোর মাঠে না নামার অজুহাত ছিল- সেটা ভেবে এখন আর লাভ নেই।
আরও পড়ুন
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত