December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 4:15 pm

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থী ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রার্থীদের নাম পাঠ করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তিনি ঢাকা–১১ আসনে লড়বেন এবং আখতার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে রংপুর–৪ আসনে।

এর পাশাপাশি ঢাকা–১৮ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, পঞ্চগড়–১ থেকে সারজিস আলম এবং কুমিল্লা–৪-এ হাসনাত আবদুল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা–৯ আসনে থাকছেন তাসনীম জারা, আর নোয়াখালী–৬ আসনে লড়বেন আব্দুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তারা “ব্যালট রেভল্যুশনে” অংশ নিতে যাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম ধাপে ১২৫ আসনের তালিকা প্রকাশ করা হলো এবং প্রার্থীদের গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে জনমত গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, মনোনয়ন ফরম উন্মুক্ত ছিল এবং দেড় হাজারের বেশি মানুষ ফরম সংগ্রহ করেছেন। তার ভাষায়, এবারে তাদের প্রার্থী তালিকায় ব্যতিক্রমী চিত্র দেখা যাবে

আখতার হোসেন বলেন, প্রাথমিক তালিকার পর যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তা যাচাই করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।

দেশের বিভিন্ন আসনে যেসব নেতা এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সম্পূর্ণ তালিকা সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়।

এনএনবাংলা/