চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে দাম সমন্বয়ের ঘোষণা দেন। নতুন দর সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে।
গত মাসের ১ হাজার ২১৫ টাকার তুলনায় এবার ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ২৫৩ টাকা—অর্থাৎ বৃদ্ধি ৩৮ টাকা। উল্লেখযোগ্যভাবে, ঠিক আগের মাস নভেম্বরেই দাম কমেছিল ২৬ টাকা।
২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে। তবে বাজারে নির্ধারিত দামে গ্যাস না বিক্রির অভিযোগ রয়েছে। সাধারণত গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার।
নতুন ঘোষিত দরে বেসরকারি এলপিজির প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ১০৪ টাকা ৪১ পয়সা, যা গত মাসে ছিল ১০১ টাকা ২৪ পয়সা। ফলে কেজিতে বেড়েছে ৩ টাকা ১৭ পয়সা। এ হিসেবে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে—
১২.৫ কেজি: ১,৩০৫ টাকা
১৫ কেজি: ১,৫৬৬ টাকা
১৬ কেজি: ১,৬৭১ টাকা
১৮ কেজি: ১,৮৮০ টাকা
২০ কেজি: ২,০৮৮ টাকা
২২ কেজি: ২,২৯৮ টাকা
২৫ কেজি: ২,৬১০ টাকা
৩০ কেজি: ৩,১৩৩ টাকা
৩৩ কেজি: ৩,৪৪৬ টাকা
৩৫ কেজি: ৩,৬৫৪ টাকা
৪৫ কেজি: ৪,৬৯৯ টাকা
সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকা রাখা হয়েছে।
অন্যদিকে, গাড়িতে ব্যবহারযোগ্য অটোগ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৫৭ টাকা ৩২ পয়সা; গত মাসে এই দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা। বাসাবাড়িতে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দামও কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২২৩ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
এলপিজি উৎপাদনের মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। সৌদি আরবের কোম্পানি আরামকো প্রতি মাসে এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা ‘সৌদি কার্গো মূল্য (সিপি)’ নামে পরিচিত। এই সিপিকে ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে। আমদানিকারকদের ইনভয়েস মূল্য থেকে ডলারের গড় দামও হিসাব করা হয়।
বিইআরসি জানায়, ডিসেম্বর মাসের জন্য আরামকো ঘোষিত প্রোপেনের সিপি প্রতি টন ৪৯৫ ডলার এবং বিউটেনের ৪৮৫ ডলার। এলপিজিতে ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন-বিউটেন ব্যবহারের হিসেবে গড় সিপি দাঁড়িয়েছে ৪৮৮ দশমিক ৫০ ডলার। এই ভিত্তিতেই বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
অনেকের শাসন দেখেছেন, এবার ইসলামপন্থীদের সুযোগ দিন: চরমোনাই পীর
অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলো পাকিস্তান
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল