টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ ছিলো ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়া আসা রংপুর এক্সপ্রেস যাওয়ার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে সোমবার রাত ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।
স্থানীয়রা জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার ১০টায় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল।
খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ ব্যাপারে ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, ৯টার দিকে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হয়। পরে সাড়ে ১০ টা দিকে ঢাকা থেকে ছেড়া আসা রংপুর এক্সপ্রেস যাওয়ার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী