September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 2:39 pm

১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ১২ জন যুব উদ্যোক্তা এ পুরস্কার অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।

ক্যাটাগরি অনুযায়ী পুরস্কারপ্রাপ্তরা:

যুব উন্নয়ন ও কর্মসংস্থান: শেরপুরের মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কচ খান ও লক্ষীপুরের মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি: ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহদাৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: রাজশাহীর হাসান শেখ ও পাবনার মো. দ্বীপ মাহবুব।

জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণ: লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার ও রাজশাহীর মো. মুহিন (মোহনা)।

ক্রীড়া, কলা ও সংস্কৃতি: সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা।

প্রতিজন পুরস্কারপ্রাপ্তকে নগদ এক লাখ টাকার প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত যুবকল্যাণ তহবিল আইন ২০১৬ অনুযায়ী সমাজে অসাধারণ অবদান রাখা তরুণদের পুরস্কৃত করার বিধান রয়েছে। তার ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ১২ জন যুব উদ্যোক্তাকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

 

এনএনবাংলা/