December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 13th, 2023, 8:15 pm

১২ মাস খেলতে চান ওমর সানী

অনলাইন ডেস্ক :

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমা আলোচনায় রয়েছে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দর্শকদের। এ বিষয়টি অনেকে বাংলা সিনেমার সাফল্য হিসেবে দেখলেও ঠিক যেন সন্তুষ্ট হতে পারছেন না চিত্রনায়ক ওমর সানী। এ বিষয়ে পুরনো সময়কে মনে করে সারা বছরই সিনেমার এমন চিত্র দেখার আকাক্সক্ষা জানালেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। ওমর সানী বললেন, ঈদ গেছে। এবার আসেন ১২ মাস খেলি। যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা,রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানি, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল, ও হুমায়ুন ফরিদী এইভাবে সারা বছর আমাদের ছবি চলত।

দুই ঈদের সিনেমার মত সারাবছর সিনেমা হলে দর্শক দেখতে চান তিনি। বললেন, এক ঈদেই স্টার, মেগাস্টার, সুপারস্টার-এগুলো ভাব নিয়েন না। সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়। আসেন খেলি। ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী।