দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬৪ শতাংশ শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে সংসদে তিনি এ তথ্য জানান।
উপমন্ত্রী জানান, দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। তাদের মধ্যে রবিবার পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
মহিবুল দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষককে তারা টিকা দিতে পেরেছেন। এক্ষেত্রে প্রায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ৯০ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ
করোনায় দুজন নারীর মৃত্যু
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব ও বইমেলা