দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬৪ শতাংশ শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে সংসদে তিনি এ তথ্য জানান।
উপমন্ত্রী জানান, দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। তাদের মধ্যে রবিবার পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
মহিবুল দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষককে তারা টিকা দিতে পেরেছেন। এক্ষেত্রে প্রায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ৯০ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেয়া সম্ভব হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি