October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 4:49 pm

১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ‘গণতন্ত্র মঞ্চ’। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে জোটটি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম এ তালিকা ঘোষণা করেন।

প্রথম দফার ঘোষিত ১৪০ আসনের প্রার্থীদের মধ্যে গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতারাও রয়েছেন। এর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম এবং জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোনয়ন পেয়েছেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, “আমরা মঞ্চের ছয়টি সংগঠন মিলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। ফলে ভবিষ্যতে মঞ্চের পরিধি বাড়তে পারে।”

তিনি আরও জানান, “গণতন্ত্র মঞ্চকে ঘিরে নতুনভাবে একটি নির্বাচনী জোট গঠিত হতে পারে। এমনকি বৃহত্তর রাজনৈতিক জোটের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখে আমরা তিন ধরনের প্রার্থী তালিকা প্রস্তুত করছি। আজ যে ১৪০ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে, তা তিনশ আসনের পূর্ণাঙ্গ তালিকার প্রথম ধাপ। বাকি আসনগুলোর তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। প্রয়োজনে বৃহত্তর জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।”

সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ইসলাম ভূঁইয়া প্রথম দফার প্রার্থী তালিকা পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

প্রসঙ্গত, গণতন্ত্র মঞ্চ জানিয়েছে— ঘোষিত তালিকায় যেসব আসন ‘হলুদ মার্ক’ করা হয়েছে, সেসব আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এনএনবাংলা/