October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 4:18 pm

১৪৩ দিনেই হাফেজ ৯ বছরের শিশু আরফান

সংগৃহীত ছবি

 

অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ৯ বছর বয়সি মেধাবী শিক্ষার্থী মো. আরফান হোসাইন। মাত্র ১৪৩ দিনের মধ্যেই সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে। ছোট্ট এই বালকের এমন অসাধারণ অর্জনে পুরো এলাকায় বইছে আনন্দ ও গর্বের জোয়ার।

আরফান বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগে অধ্যয়নরত। এর আগে সে পড়াশোনা করেছে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসায়। সে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বিশিষ্ট আলেম ও শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর দ্বিতীয় সন্তান। লাভু হুজুর বর্তমানে কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া মিত্রপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে আরফান সবচেয়ে ছোট। কিন্তু অল্প বয়সেই তার এই অবিশ্বাস্য সাফল্য পুরো পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। মাত্র ১৪৩ দিনে সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করা তার অধ্যবসায় ও মেধার এক উজ্জ্বল প্রমাণ।

এ বিষয়ে ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফখরুদ্দীন রাজি বলেন,

মাত্র ১৪৩ দিনে কোরআন মুখস্থ করা আমাদের মাদ্রাসার ইতিহাসে এই প্রথম ঘটনা। হাফেজ মো. আরফান আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কোরআন হেফজ করা প্রতিটি মুমিনের জন্য মহান ইবাদত ও পরম সৌভাগ্যের বিষয়। হজরত রাসুলুল্লাহ (সা.) কোরআন মুখস্থ করার প্রতি বিশেষভাবে উৎসাহ দিয়েছেন।

নবীন হাফেজ আরফানের এই ব্যতিক্রমী অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছেন।

এনএনবাংলা/