November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 6th, 2024, 5:43 pm

১৪ কেজির এক পোয়া মাছ বিক্রি হলো ১০ হাজারে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া। যা বিক্রি করেছেন ১০ হাজার টাকায়। সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তার জালে আটকা পড়ে মাছটি।

জানা যায়, জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকে। আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেন।

জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে সমুদ্রে মাছ ধরতে গেছি। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। সকালে বিক্রি করতে মাছটি নিয়ে আসি। পরে তা ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আসা করি এখানেই মাছটি বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির নাম লম্বু পোয়া তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি কুয়াকাটা উপকুলে মাঝেমধ্যে ধরা পড়ে। পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামী মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি।