December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 7:45 pm

১৫তম ঢাকা মটর শো ২০২২-এ টয়োটা -নাভানা লিমিটেড

প্রতীকী ছবি

আগামী ২৩ থেকে ২৫ জুন ২০২২-এ অনুষ্ঠিতব্য, ঢাকা মটরশো-এর ১৫তম আসরে নাভানা লিমিটেড অংশ নিতে চলেছে।প্যাসেঞ্জারকার এবংকমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্নগাড়ির মডেল সমূহ প্রদর্শন করা হবে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

মটরশো-এর প্যাসেঞ্জারকার প্যাভিলিয়নে টয়োটার এমপিভি ও এসইউভি গাড়িগুলো প্রদর্শিত হবে।এছাড়াও, টয়োটার কমার্শিয়াল গাড়ির মডেল গুলোকে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট-এর সাথে কমার্শিয়াল হলের অপরএকটি প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে।

২৩ শে জুন সকাল ১০:৩০ থেকে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকের জন্য টয়োটার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়।

—প্রেস বিজ্ঞপ্তি