আগামী ২৩ থেকে ২৫ জুন ২০২২-এ অনুষ্ঠিতব্য, ঢাকা মটরশো-এর ১৫তম আসরে নাভানা লিমিটেড অংশ নিতে চলেছে।প্যাসেঞ্জারকার এবংকমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্নগাড়ির মডেল সমূহ প্রদর্শন করা হবে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
মটরশো-এর প্যাসেঞ্জারকার প্যাভিলিয়নে টয়োটার এমপিভি ও এসইউভি গাড়িগুলো প্রদর্শিত হবে।এছাড়াও, টয়োটার কমার্শিয়াল গাড়ির মডেল গুলোকে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট-এর সাথে কমার্শিয়াল হলের অপরএকটি প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে।
২৩ শে জুন সকাল ১০:৩০ থেকে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকের জন্য টয়োটার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়।
—প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি