December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 16th, 2023, 7:31 pm

১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ড, পুড়েছে ১২টি যানবাহন: ফায়ার সার্ভিস

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে দু’টি, বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে পাঁচটি, চট্টগ্রামে দু’টি ও সিলেট বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় দু’টি বাস, দু’টি কাভার্ডভ্যান, পাঁচটি ট্রাক, দু’টি হিউম্যান হলার ও একটি কমিউটার ট্রেন পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহায়তায় এসব ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

—-ইউএনবি