December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 12th, 2021, 8:59 pm

১৫ জুলাই থেকে এক সপ্তাহের জন্য ট্রেন চলবে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন পরিচালনা করা হবে। শুধু কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিটি অনলাইনে বিক্রি হবে। সোমবার ( ১২ জুলাই) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সাত দিনের জন্য ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করতো, সেগুলোই চালানোর চেষ্টা করবো। মঙ্গলবার সকাল থেকে ট্রেনের টিকিটি বিক্রি করা হবে। সব টিকিটি অনলাইবে বিক্রি হবে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।