নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সারাদেশে আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন পরিচালনা করা হবে। শুধু কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিটি অনলাইনে বিক্রি হবে। সোমবার ( ১২ জুলাই) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সাত দিনের জন্য ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করতো, সেগুলোই চালানোর চেষ্টা করবো। মঙ্গলবার সকাল থেকে ট্রেনের টিকিটি বিক্রি করা হবে। সব টিকিটি অনলাইবে বিক্রি হবে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুন
কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত: রিজভী
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা