July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 5th, 2025, 3:54 pm

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : প্রেস সচিব

 

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘গত ১৫ বছরে দেশে সাংবাদিকতা পরিস্থিতি কেমন ছিল, তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক মতবিনিময় ও পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, আগের সরকারের সময় সাংবাদিকতা অনেকাংশে নিয়ন্ত্রিত ছিল। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির চেষ্টা করছে।

এ সময় সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের বিষয়েও মত দেন তিনি।

তিনি জানান, কোনো সংস্থা যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন গণমাধ্যম অনেকটাই স্বাধীন, এবং সরকার এতে সরাসরি হস্তক্ষেপ করছে না।

সভায় অংশ নেওয়া সাংবাদিক সংগঠন সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের দাবি তোলে। তারা সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও স্বতন্ত্র বেতন কাঠামোর প্রস্তাবও দেয়। একই সঙ্গে, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।