January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 6th, 2024, 8:24 pm

১৬ ঘণ্টায় ৬টি গাড়ি ও ১০টি স্থাপনায় আগুন: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় অন্তত ৬টি গাড়ি ও ১০টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিলে ৪ জন নিহত হন। এছাড়া দুটি পিকআপ, একটি ট্রাক ও দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন সদস্য কাজ করেন।

স্থাপনাগুলোর মধ্যে একটি বৌদ্ধ মন্দির ও একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

—-ইউএনবি