December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:02 pm

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার

 

সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) চালু করার প্রস্তুতি নিয়েছে। এতে টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ কার্যকর হবে। ফলে নেটওয়ার্কে থাকা চুরি হওয়া, অবৈধভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন ডিভাইস ব্যবহার বন্ধ হবে বলে জানানো হয়েছে।

এনইআইআর চালুর খবর ছড়িয়ে পড়ার পর অনিবন্ধিত স্মার্টফোনের দাম বাড়তে পারে এমন শঙ্কায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। সাধারণ মানুষ বিশেষত তরুণরা বলছেন, সরকারি শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল হ্যান্ডসেটের মূল্য অনেক বেড়ে গেছে। তাদের অভিযোগ, প্রায় ২০ হাজার টাকার একটি ফোনে মোট ট্যাক্স-ভ্যাট যুক্ত হলে সেটির দাম ৫০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়।

ব্যবসায়ীরা দাবি করছেন, অনিবন্ধিত ফোন আনতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ করায় বাজারে সংকট তৈরি হচ্ছে। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেছেন, সরকার আলোচনা না করলে ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে সংঘটিত ডিজিটাল প্রতারণার ৭৩ শতাংশেই অবৈধ স্মার্টফোন ব্যবহার হয়, তাই সরকার এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। তার দাবি, এই উদ্যোগ ঠেকাতে একটি চক্র পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে।

সরকার বলছে, নির্বাচন সামনে রেখে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ, মোবাইল বাজার নিয়ন্ত্রণ, কম দামে ফোন সরবরাহ এবং রাজস্ব বৃদ্ধি—এ সব লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর হচ্ছে।

আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে থাকবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। পরে বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন করা যাবে।

এনএনবাংলা/