November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 4:33 pm

১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি

 

১৬ মাস পর নিজ জেলা পাবনায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুই দিনের সরকারি সফরে শনিবার সকালে তিনি পাবনায় পৌঁছান। সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তিনি পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে সকাল পৌনে ১০টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুর এলাকায় তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে তিনি কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন এবং আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাত যাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফরকে কেন্দ্র করে পুরো পাবনা জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহন ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/