ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্রুত টুর্নামেন্ট শেষ করতে চায় বোর্ড। আগামী ১৬ মে আইপিএল শুরুর পরিকল্পনা তাদের।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের নতুন পরিকল্পনা অনুযায়ী, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে বাকি ১৬টি ম্যাচ—১২টি লিগ ও ৪টি প্লে-অফ।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায়, ফাইনাল ম্যাচ ২৫ মে’র পরিবর্তে ৩০ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল রাতেই নতুন সূচি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলগুলো তাদের মতামত জানানোর পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করতে বলে। দলগুলো এরই মধ্যে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আশাবাদী, মে মাসে টুর্নামেন্ট ফের মাঠ গড়ালে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসবে। কিন্তু যদি টুর্নামেন্ট ২৫ মের পর পর্যন্ত গড়ায় তাহলে তাদের ফেরার কোনো নিশ্চয়তা নেই। এর মূল কারণ দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট। এর মধ্যে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ শুরু হবে লর্ডসে, ১১ জুন।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, “শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পরই আমরা স্থগিত আইপিএল পুনরায় শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। এখন আমাদের ভেন্যু, তারিখ এবং সব বিষয় ঠিক করতে হবে। দলমালিক, সম্প্রচারকারী এবং সরকারসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
চলতি আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ৫৭টি ম্যাচ। ৫৮তম ম্যাচটি হওয়ার কথা ছিল পাঞ্জাব ও দিল্লির মধ্যে, ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। ধুমাল জানান, এটি ছিল সতর্কতামূলক পদক্ষেপ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব ও বইমেলা
সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট